Order Handler(KAM) কোন সময়ে কিভাবে সাপোর্ট দিবেন?

অর্ডার হ্যান্ডলার বা Key Account Manager (KAM) আপনাকে প্রোডাক্টের যেকোন তথ্য দেওয়া, আমাদের সার্ভিসের ব্যাপারে আপনাকে অবগত করা, অর্ডারে সাহায্য করা, সেলার কন্টাক্ট, নিগোশিয়েশন, আফটার সেলস কোন সমস্যা হলে সেক্ষেত্রে আপনাকে সহায়তা করা থেকে শুরু করে সর্বোপরি আপনার ব্যবসার যেকোন পর্যায়ে আপনাকে উন্নত সেবা থেকে আপনাকে সাপোর্ট করে থাকবে। সাধারণত শুক্রবার ব্যতীত সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিস টাইমের মাঝে Order Handler(KAM) এর সাথে যোগাযোগ করুন ।

** The time is base on America/New_York timezone