Domestic Delivery Charge কি?

চায়না থেকে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে সেলার তার দোকান কিংবা ওয়ারহাউজ থেকে আমাদের MoveOn ওয়ারহাউজ পর্যন্ত প্রোডাক্ট পাঠানোর জন্য যে কুরিয়ার চার্জ আসে, তা কাস্টমার থেকে নিয়ে থাকে। সেটাকেই বলা হচ্ছে Domestic Delivery Charge. এই চার্জ প্রোডাক্ট দাম এবং পরিমানের উপর ডিপেন্ড করে কম বেশী হয়ে থাকে। আপনি অর্ডার প্লেস করে পেমেন্ট করবার পর, আমাদের টিম প্রোডাক্ট কেনার সময়ে এই চার্জ কত টাকা হবে, তা জানতে পারে এবং আপনাকেও তখন অবগত করা হয় এই বিষয়ে।

** The time is base on UTC timezone