রিকুয়েস্ট না দিয়ে কি প্রোডাক্ট সেন্ড করা যাবে?

রিকুয়েস্ট না দিয়ে বা রিকুয়েস্ট দেবার পর আমাদের থেকে এপ্রুভাল পাবার পূর্বেই যদি কেউ প্রোডাক্ট আমাদের ওয়ারহাউজে পাঠিয়ে থাকে সেক্ষেত্রে প্রোডাক্টের কোন ক্ষতি, হারিয়ে যাওয়া, কাস্টমসে আসার পর অতিরিক্ট চার্জ করা - ইত্যাদি সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে কাস্টমারের। তাই আমাদের অনুরোধ থাকবে রিকুয়েস্ট এপ্রুভ হবার আগে প্রোডাক্ট সেন্ড না করতে।

** The time is base on UTC timezone